BAIO icon

BAIO

– Learn Together
1.13.2

বাংলা সাহিত্যকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য।

名前 BAIO
バージョン 1.13.2
アップデート 2024年09月07日
サイズ 39 MB
カテゴリー 教育
インストール 5千+
開発元 BAIO Team
Android OS Android 5.0+
Google Play ID com.bengaliallinone.student
BAIO · スクリーンショット

BAIO · 説明

BAIO – একটি পরিবার। কয়েকজন গবেষকের নিরন্তর কর্মপ্রয়াস। বাংলা সাহিত্যকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। ভারতীয় শিক্ষাব্যবস্থায় অন্যান্য বিষয় যেমন ভাবে ডিজিটালি অগ্রসর হয়েছে, সে তুলনায় বাংলা সাহিত্য অনেকখানি পিছিয়ে আছে বলে আমাদের ধারনা। একুশ শতকে এসেও আমাদের বাংলা সাহিত্য ভিত্তিক কোন তথ্য জানবার জন্য ঘুরতে হয় দ্বারে দ্বারে। ভালো শিক্ষকের খোঁজ পেতে বেগ পেতে হয় নিরন্তর। কোন্‌ বিষয়ে কোন্‌ রেফারেন্স ভালো, কি কি রেফারেন্স পাওয়া যায়, সেটার খোঁজও যেন একপ্রকার গবেষণা। এসব নানান দিক মাথায় রেখে আমাদের প্রয়াস এগুলোর সমাধান করা।

• প্রথম প্রয়াস হবে আমাদের বাংলা সাহিত্যের অনার্স এবং এম.এ-র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। ‘বাংলা সাহিত্যের সব দিক’ বলে আমাদের এই পর্বে পাঠ্যক্রম নির্ভর কন্টেন্টগুলো থেকে থাকবে আলাদা আলাদা আলোচনা। সেই সঙ্গে কোন Text-এর কোন রেফারেন্স ভালো সে বিষয়টি উল্লেখ করা থাকবে।
• দ্বিতীয় পর্ব ‘সাহিত্যের তথ্যভাণ্ডার’। মূলত বাংলা সাহিত্যের গবেষক, অধ্যাপক এবং শিক্ষকদের কথা মাথায় রেখে। এই বিভাগের চারটি উপবিভাগ থাকছে –
• ‘বাংলা বই’ – আমাদের একটি প্রধান সমস্যা বই খুঁজে পাওয়া। সে টেক্সট বই হোক বা রেফারেন্স বই। এখানে বাংলা সাহিত্যের বইয়ের নাম খুঁজে পাবেন, লেখক-পাবলিশার্স-প্রাপ্তিস্থানের নাম সহ। যেগুলো পিডিএফ পাওয়া যায় সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে।
• ‘পত্র-পত্রিকা’ – এখানে বিভিন্ন সময়ে যে পত্র-পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে নিরন্তর সেগুলোর নাম থাকবে সংখ্যা এবং সূচিসহ।
• ‘গবেষণা পত্র’ – বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষণা গুলো নিজ কাজ হয়েছে সেগুলোর তথ্য এখানে পাওয়া যাবে।
• ‘সংবাদপত্র’ – বাংলা সংবাদপত্রে বিভিন্ন সময়ে সাহিত্যভিত্তিক যে লেখাগুলো হয়েছে সেগুলোর সন্ধান পাবেন এখানে।
• তৃতীয় পর্ব ‘বাংলা সাহিত্যের খবরাখবর’। এই পর্বটি সাহিত্যের ছাত্র-ছাত্রদের কর্মসংস্থান ভিত্তিক তথ্য। এখানেও চারটি পর্ব –
• ‘সেমিনার সংবাদ’ – বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যে সেমিনার গুলো হয়, তার খবর থাকবে এখানে।
• ‘পরীক্ষা সংবাদ’ – বাংলা সাহিত্যকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলো হয় তার খবর।
• ‘চাকরী সংবাদ’ – বাংলা সাহিত্য বিষয়ে কর্মসংস্থানের খবরাখবর থাকবে এখানে।
• ‘ভর্তি সংক্রান্ত’ – অনার্স, এম.এ, পিএই.ডি – তে ভর্তি সংক্রান্ত্র খবর পাওয়া যাবে এখানে।
• ‘ক্রিয়েটিভ কর্ণার’ থাকছে চতুর্থ পর্বে। এখানে সাহিত্যের ক্রিয়েটিভ দিকগুলো থাকবে –
• ‘ই-কর্ণার’ – এখানে ক্রিয়েটিভ লেখালিখির প্রকাশ পাবে। সমালোচনা, গবেষণা, প্রবন্ধ, নাটক, ছোটগল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির।
• ‘ই-বুক’ – এটি Bengali All In One – পাবলিকেশন ভিত্তিক প্রয়াস। এখানে বই ডিজিটালি প্রকাশ করা হবে।
• ‘ফটোগ্রাফি’ – এই সেকশানে ক্রিয়েটিভ ফটো প্রকাশিত হবে।
• পঞ্চম পর্বে থাকছে ‘আমাদের সমস্ত কোর্সগুলি’। বাংলা সাহিত্যকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি। যেমন – NET-SET, WBPSC, WBTET, WBSSC – ইত্যাদি।
আমাদের সর্বোতভাবে প্রয়াস থাকবে বাংলা সাহিত্যকে যতদূর সম্ভব ডিজিটালি সাবলম্বী করে তোলা। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরে এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।

BAIO 1.13.2 · 無料ダウンロード

4.7/5 (384+ レビュー)

旧バージョン

すべてのバージョン