Chatga APP
এই জায়গাতে চট্টগ্রামের ভাষা বর্তমানে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। ভালো ভালো নাট্যকাররা এখন চট্টগ্রামের ভাষার নাটক, ছায়াছবিতে বিনিয়োগ করছে। জনসংখ্যা ও ব্যবহারের দিক থেকে আর্ন্তজাতিক র্যাংকিং এ চট্টগ্রামের ভাষা এখন ৬৫ তম অবস্থানে চলে এসেছ্।ে যা ২০১৫ সালেও ১০০ র্যাংকিং এর নীচে ছিলো। সিপ্লাসটিভি চট্টগ্রামের ভাষায় প্রত্যন্ত অঞ্চলের খবর, বিনোদন, গান, নাটক,পুঁিথ, ওয়াজ মাহফিল, সমাজ সচেতনতামূলক নানান কনটেন্ট দিয়ে চট্টগ্রামের ভাষার ব্যাপক ব্যবহার ও প্রসার করেছি বলে আজ চট্টগ্রামের ভাষা অনেক বেশি সমাদৃত।
চাটগাঁ ভাষা নিয়ে অনেকেই কাজ করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু ডিজিটাল প্লাটফর্মে কেউ কাজ করেছেন কিনা আমার জানা নেই। তাই এই প্রথম চট্টগ্রামের ভাষায় আমরা এক হাজার প্রবাদ প্রবচন দিয়ে একটি বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। চাটগাঁ ভাষা যেহেতু কথ্য ভাষা তাই লেখ্য রূপ দিতে গিয়ে উচ্চারণগত সমস্যায় পড়তে হয়। তাই আমরা এই বইটি একটি এপস আকারে শাব্দিক উচ্চারণসহ তুলে ধরার উদ্যোগ নিয়েছি। যা গুগল প্লে ষ্টোর, আইফোন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাওয়া যাবে। নাম দিয়েছি "হাজারো প্রবাদ প্রবচনে চাটগাঁ"